শুনেছি শীতের পরেই বসন্ত আসে
পৃথিবী হেলে যায় সূর্যের দিকে
সূর্যের কোমল তাপে মাতহারা এই মেদিনী ।
প্রকৃতি খুলেছে তার মনের দক্ষিণা দুয়ার
সে দুয়ারে বইছে ফাগুনের হাওয়া
বসন্তের আগমনে কোকিল গাইছে গান কুহু কুহু করে
ভ্রমরও করছে খেলা।
গাছে গাছে আজ পলাশ আর শিমুলের মেলা
ঋতুরাজের আগমনে প্রকৃতি নিল এতো বর্ণিল সাজ
নতুন রূপে প্রকৃতিকে সাজাবে ঋতুরাজ।
বসন্তের আগমনে তরুণ হৃদয়ে আজ নতুন প্রাণের সঞ্চার
বসন্তে হয়েছে আজ সকলের মন উচাটন
পাতায় পাতায় প্রানের বোধন
ফুল ফোটে গাছে গাছে, ডালে ডালে
পশু পাখি মত্ত মিলনে এই মধুমাসে।
কুসংস্কারকে পেছনে ফেলে,
বিভেদ ভুলে, নতুন কিছুর প্রত্যয়ে
সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে এই ঋতুরাজ।
কবির ভাষায়- ‘ফুল ফুটুক আর না-ই ফুটুক আজ বসন্তকাল’।