তুমি এসো,
তুমি এসো হে সুন্দরী
ঘন কালো আঁধারের মল্লিকা।
তুমি এসো, তুমি এসো ।
এই জগত চেয়ে আছে চাতকের মত
তোমার ঘন কালো আঁধারের সাম্রাজ্যে।
এক ফোঁটা বৃষ্টির প্রাণে।
তোমার এক ফোঁটা বৃষ্টি
যখন পড়বে মাটিতে
ধরিত্রী হবে মাতহারা আনন্দে
মাতহারা হবে তার সুবাসে
নতুন করে চিনবে সে নিজেকে।
তুমি এসো হে সুন্দরী
তুমি এসো, তুমি এসো
আমরা চেয়ে আছি তোমার প্রাণে
তুমি নিয়ে এসো এক পশলা বৃষ্টি
আর এক রাশ আশা ।
মনে হয় এ তো এক পশলাই বৃষ্টি?
সে আবার কি ?
না সে তো শুধু এক পশলা বৃষ্টি নয় !!!
সে এক নতুনের আগমন
মায়ের পেঠ থেকে ভূমিষ্ঠ শিশুর ন্যায় ।
সে এক নতুনত্বের আহবান
যেন সেই শরতকালের কাশফুলের আহবান
চেয়ে আছে মা জগত-জননীর দিকে
যে আসবে আকাশ বাতাশ মুখরিত করে।
তোমার এক পশলা বৃষ্টি
মুখরিত করে তুলবে
সমস্ত আকাশ, সমস্ত বাতাস
সমস্ত পৃথিবীর ক্ষুদ্র ক্ষুদ্র কণাকে।
তুমি এসো, তুমি এসো হে সুন্দরী
তুমি এসো এক পশলা বৃষ্টি নিয়ে ।