রাতের ঘন কালো অন্ধকার
আষ্টেপৃষ্ঠে ঢেকে ফেলেছে শহরটাকে
গভীর ঘুমে আচ্ছন্ন ছাপোষা শহুরে লোকজন।
বড্ড অসহায় বোধ করছে একাকী ক্ষণ
আশেপাশে সর্বত্র থিক থিক করছে অপরাধবোধ
সাবধান, আশেপাশে বাকপটু লোকেদের ভিড়
নেশায় চুর-চুর রাতের নিস্তব্ধতা।
মনের ধূসর এলাকায় নিষিদ্ধের হাতছানি
ভালোবাসার পুঁজি কারও কাছে নেই বাঁধা
বেপরোয়া ভাবে এগিয়ে চলে সম্পর্কের স্রোত
দিব্যি এক শরীর থেকে অন্য শরীরে।
রাত ক্রমশঃ ফিকে হয়
দিনের আলো ফুটেও ফোটেনি ঠিকমতো
কালো-সাদার সন্ধিক্ষণে দেখা যায় আবছায়া
অগুনিত আবছায়া!!
একে একে ঘরে ফেরে সব ক্লান্ত শরীর।