জীবন এক উত্তাপহীন বর্ণমালা
যত্ন করে রাখা মনের দেরাজে
চোখের ভাঁজে চিন্তা দুর্নিবার
উদারতা লুকিয়ে যন্ত্রণার বুকে।
লুটোপুটি খায় হাসি আর কান্না
ফেরার ডাক নিত্য পেছনে
মিছে আফসোস, ছলনায় পরিপূর্ণ মন
রুদ্ধদ্বারে হাঁসফাঁস বসন্ত বাহার,
ম্লান আজ সব মান-অভিমান।
চেনা সুর ছিল বেজে গেছে সেই কবেই
সুন্দর সবি হারিয়েছে কালের শেষ যাত্রায়
নেই কোনও পিছুটান আজ
আলো আঁধারীর খেলার পরিসমাপ্তি মন-বনে।
বহুদূরে বালুকণা পুর্ণরূপে করে হাহাকার
অন্ধকারে ডুবে ঘুমিয়ে আছে জীবন্ত লাশ
খোলস ছেড়ে বেড়িয়ে পরিজাত স্বপ্ন
দিনের ঘোলাটে আলোয় অন্ধকার খোঁজে।