জন্মেছিলাম মানবরূপে
ছিল না কোনও পরিচয়
পড়েছিলাম ডাস্টবিনের পাশে অবহেলায়
কনকনে ঠান্ডায় ছিল না কোনও হুঁশ
একরত্তি ছোট্ট হৃদয়ে বাজছিল শুধু টিকটিক
ভাগ্যের ফেরে পেলাম ঠাঁই
এক পরম মমতাময়ীর নিরাপদ আঁচল তলে
ক্রমেই বেড়ে উঠলাম, হয়ে উঠলাম সাবালক
এগিয়ে গেলাম জীবনের দৌড়ে অনেকখানি পথ।
অনাথ ছিলাম পেলাম পূর্ণ পরিচয়
জানলাম একদিন আমি আমিত্বকে?
আমার ধর্ম! আমার পরিচয়!!
জানলাম না আজও মাতৃ-পরিচয়
জানলাম না পিতৃ-পরিচয়টুকুও
কার রক্ত বইছে ধমনীতে
হিন্দুর না মুসলমানের।
আজ কিন্তু,
আমি একজন নামকরা ধর্মীয় গুরু।
অনেক নাম, হাঁকডাক।।