অভিযোগের তিরে রক্তাক্ত ইতিহাস
রক্তশূন্য চোখে এ কোন জন্মের ঋণ?
জমে আছে অল্প অল্প ঘেন্না, বিদ্বেষ
হয়তো বা আদি মানবের ক্ষণিক ভুল
কিন্তু খুঁজতে গিয়ে দেখি এক অনন্ত আকাশ ।
ছোট্ট ছোট্ট ভাবনাগুলো দিশাহীন
ডুবতে থাকে চিন্তার অতলে
আশ্চর্যজনক সকলেই নীরব
সামনে কেউই এগিয়ে আসে না ।
বিরূপ ভাবনার প্রভাব তীব্রতর,
জীবনের নিষিদ্ধ অন্ধকার দিকই ,
পরিস্ফুটিত হয় সহজে
আলোর প্রতিফলনে অপরদিক হয়ে ওঠে
মহান,স্মরণীয় ও বরণীয়।