মিষ্টি হাসি চাঁদের কোণে
খুশির জোয়ার কচিকাঁচাদের প্রাণে
নতুন জামা, নতুন জুতো সাথে বাহারি টুপি
খুশীর জোয়ারে প্লাবন হৃদয়ে
আনন্দের বাঁধন ভাঙলো আজি
খুশীর ঝলক দিকে দিকে
পড়ব নামাজ মিলেমিশে
মনের বাঁধন ভাঙলো আজি
খুশির বানী বুকের মাঝে
কণ্ঠে ভরা মধুর বানী
উবে গেছে বুকের ব্যথা
পাষাণ হৃদয়ে করুণার ধারা
অনুরাগের প্রাচীরে উল্লাসের বার্তা
খুশির হাওয়ায় আমার মনে
খুশির হাওয়া তোমার মনে
মিষ্টি হাসি চাঁদের কোণে
এলো আবার খুশির হাওয়া ।