মঞ্চস্থ নাটক যবনিকার অন্তে
ধীরে ধীরে পরিষ্কার হয়ে আসে
নাটকের অন্তহীন বার্তা,
হাঁ, সত্য একেবারে সামনে উপগত।
মঞ্চস্থ নাটক তো নমুনা মাত্র
তার অন্তঃস্থিত সত্যের গভীরে প্রবেশ সমর্থনীয় কি?
এমনই নিত্য নতুন
অনেক সত্যই নয়নগোচরে আসে
সে সত্যের পথে এগিয়ে
জীবনকে নরকের অনলে ধাক্কা দেব কি?
আনুপূর্বিক দৃষ্টিকোণ থেকে
সত্যকে জানাও অতি জরুরি
হাঁ, একান্তই জরুরি,
তবেই সামনে এগোনো শ্রেয়
কেননা,
জীবনের বন্ধন বড়ই ঠুনকো
ঠিক পলকা সুতোর মত
বিনা-কারণেই,
অজান্তে আলগা হয়ে যায় নিমিষে।