একদিন লাল পাথরে লাগবে কলঙ্ক
অভিমানী কুতুবমিনার
তার পদতলের অনামি কবরবাসীগণ
অতিষ্ঠ বেপরোয়া জনসমাগমের ভিড়ে
আর সহ্যহীন সেলফির দৌরাত্ম্যে ।
ক্রমাগত পদধ্বনির শব্দে নিদ্রাহীন দিবারাত্র
ইহলোকের মায়া সেই কবেই কেটেছে
পরলোকের বিচারের এখনও দেরি
শেষ অপেক্ষায় কেয়ামতের
জাহান্নামের আগুনে পোড়ার আগে
একটু নিরিবিলি
আর একটু শান্তি কি কাম্য নয়?