কিন্তু বাস্তবে তারে কখনোই দেখেনি।
দিনের প্রথম আযানের আগে
স্বপ্নের ঘোরে প্রায়ই দেখি
এক অচেনা কুঁচবরণ সু-মুখশ্রী।
আমার মনটি খারাপ,
কেউ বুঝেছে কি?
না!! আর কিছুই ভাল লাগে না,
হোক না সাঁঝের আকাশ কিংবা রাতের তারা,
হোক না জোছনার হাসি বা ভোরের শিশির
কিছুই না!!
এক পেলব হাতের কোমল স্পর্শে
যদি ছুঁয়ে যেত হৃদয় কোণ,
জমাট বাঁধা সব অভিমানগুলো
কি ভাবে পিঘলিত হতো,
দেখতাম ভাঙা আতস কাঁচ তলে।