পরাজয়ের তাড়নায় ভীত
তবুও অটল বিশ্বাসে স্থির মন
অটল বিশ্বাস, সদুপায়ে অর্জিত ধন
যে দুরাচারী, মিথ্যাবাদী,
সে ছলনার আশ্রয়ে জীবিত সতত
ঠুনকো তার জীবন, স্বল্পস্থায়ী প্রাণ
নিশ্চিৎ সে হৃদয়হীন, প্রাণহীন ও হটকারী
তার পতন নিশ্চিত সময়ের প্রবাহে
তবুও কি কেউ সফল হয়েছে তাকে হারাতে?
জানি সহজ উত্তর - হাঁ,
"সত্যের জয় আর অসত্যের পরাজয়"
কিন্ত একটু গভীরে ভাবলে হয়তো না!!
যুগে যুগে অত্যাচারিত হয়েছে দূর্বল
নিরপরাধ, ধনহীনদের দল মুষ্টিমেয়দের হাতে
আর এখন তো ঘোর কলিযুগ
সুতরাং অসত্যের জয় আর সত্যের পরাজয়ই কাম্য
সত্য বচন শুনেছি সকলেই
তবুও জীবনে সত্যের প্রভাব এখনও দুরঅস্ত
সত্যের সত্যও এখন অসত্যের পদতলে পিষ্ট।
তবুও আশা...এখনো বেঁচে
মন চাই, শেষ জয় হোক সত্যেরই।।