সেদিন থমকে ছিল আকাশ
দু একফোঁটা বৃষ্টি হলে ভালোই হতো
হঠাৎই এক ঝোড়ো দমকা বাতাস,
দেখা দেয় সাদা আলোর ঝলকানি
ক্ষণিকের অন্তরালে বিকট শব্দ।
সেই প্রথম জড়িয়ে ধরেছিল সে সজোরে
সাক্ষী ছিল মেঘভার অবনত আকাশ,
দুটি অবুঝ মনের উন্মাদনার গহীন সাগর
আর পরস্পরের আদুরে গন্ধমাখা গরম নিঃশ্বাস।
এলোমেলো অসমাপ্ত ডাইরির পাতাগুলো
আস্তে আস্তে খুলে যায় সব বন্ধ দরজা
ঠিক তখনই বৃষ্টি নামে ঝমঝম করে
অসময়ের সেই বৃষ্টিতে ভিজেছিল দুজনে
সেদিনই প্রথম।।
আজ ভালোবাসার স্মৃতি পীড়া দেয়।