মৃদু ধমকে সেদিন ভেসেছিল অশ্রুজলে
আফসোসের ছিল না কোনও অবকাশ
স্বপ্নের ফেরিওয়ালা বাজাও তোমার বাঁশি
সুরের আবহে তন্দ্রাছন্ন করো নয়নজোড়া।
অসমাপ্ত স্বপ্নগুলকে দেখাও দিশা
জুড়ে দাও একজোড়া ডানা,
মেলতে দাও আকাঙ্ক্ষিত স্বপ্নের উড়ান ,
উড়িয়ে নিয়ে চল দূর, বহুদূরে পরীদের দেশে।
নয়নের কালো দীঘির জলে ফুটেছে নতুন পদ্ম
হারিয়েছে চোখের ঘুম গহীন রাতের জ্যোতিতে
প্রজ্বলিত টিমটিমে দীপের লালচে আলোয়
মনের পাতায় গোপনে স্বর্ণাক্ষরে লেখা অধুরা গল্পগুলো
অনুমতিহীন পাঠে বিমগ্ন নয়নজোড়া
সে পাঠ কি সমুচিত?
তবুও কেন বাধার চেষ্টায় ইতস্তত: মন?