আমার হাতে তোমার হাতখানি
কখনো ভুলেও রেখে দেখো
শুধুমাত্র একটু আলাদা অনুভূতির জন্য।
হারিয়ে যাওয়া গোলকধাঁধার গূঢ় রহস্য
বা ভুলে যাওয়া অর্ধসমাপ্ত কাহিনীর মত
হাতের মাঝের মিটে যাওয়া রেখাগুলোর মাঝে
অতীতকে খুঁজে পেয়ে
স্মৃতিগুলো তরতাজা করতে চাই।
শুধু ছোট্ট অনুরোধ, পারবে না রাখতে?
ভেবে দেখো।