দু-হাত বাড়িয়ে আলিঙ্গন করে,
কেউ যেন, সজোরে পথ আটকায়,
চোখের আঙিনাতে একরাশ বিরক্তি
প্রশ্ন ছিল না সম্পর্ক নিয়ে
কিন্তু ভৌত পরিবর্তনের সন্ধিক্ষণে
নীল খামে সাজিয়ে রাখা স্বপ্ন থেকে
বেরিয়ে আসে ব্যর্থতার অনিঃশেষ প্রশ্ন
একটাই পৃথিবী, যেন নুয়ে পড়েছে মেরুবৃত্তে।
রুক্ষ-শুষ্ক,সাদাকালো মরুভূমি
চারিদিকে এত বিষবৃক্ষ তবুও
চোখ কাননে জ্যান্ত এক সবুজ প্রাণ
ক্রমশই যেন বেড়ে উঠছে তরতরিয়ে
অকাল বসন্তের আভাস স্যাঁতসেঁতে জীর্ণ প্রাচীরে
দুচোখের পাতা জুড়ে ফোঁটা ফোঁটা হৃদ-জল
সাদা মরুভূমিতে সদ্য গজা চুনা পাথরের মাশরুম
স্বপ্নের ফেরিওালার ঠোঁটে বিস্তৃত বাঁকা হাসি
হ্যাঁ তৃপ্তির হাসি।
ভালবাসা এখনও যে মরে নি। |