১।
নিরপরাধ নিষ্পাপ
মানব দর্শন অতি দুর্লভ
এই মায়াবী পৃথিবীর বুকে
অকথিত তমসাছন্ন অতীত
সদা বিদ্যমান সকল মানবের
কারো থাকে অজ্ঞাত চিরকাল
কারো উন্মুক্ত সমাজের কাছে।

২।
জীবনের অপ্রিয় নির্মম সত্য
আর দেখা মিষ্টি মধুর স্বপ্নের
মধ্যিখানে দুরত্ব খুবই স্বল্প
তার মাঝেই বাস করে
জীবনের সব অপ্রাপ্ত ইচ্ছেগুলো।