কিছু মুক্ত চিন্তাধারার আবেশে
সুখসাগরের মাঝে সুরসাগর খোঁজে কেউ, কেউ
নিজের অন্তরাত্মার ডাকে
নিজেকে খুঁজে বেড়াই নিতন্তর নিজেরই আশেপাশে
চেনাজানার মেলায়, বৃত্তের পরিধির ভেতর।
তারই মাঝে অপরিচিত কেউ কি লুকিয়ে?
নামহীন সম্পূর্ণ অপরিচিত কেউ।।
কারও কাছে ঈশ্বর মূল্যবান
তো কারও কাছে আশ্রয়
তো কারও কাছে যতি-বিরাম
তার মাঝেই প্রতিদিন খোঁজে পূর্ণবিরাম,
জীবনের আত্মশান্তি।।
প্রাণহীণ চিত্রের মাঝে লুকিয়ে থাকা
জীবনের অস্তিত্বে প্রাণের খোঁজ করে কেউ
আবার প্রস্তর খণ্ডে মূর্তিকর ফুঁকে দেয় প্রাণ
একেবারে নিখুঁতভাবে, সুনিপুণ হাতে।
নতুন যুগের নতুন চিন্তাধারা
তারই মাঝে নিশ্চিত অপরিচিত আছে কেউ
নামহীন, সম্পূর্ণ অপরিচিত কেউ না কেউ।।
সদা হাসিমুখের চাঁদ, বেশ লাগে
জীবনের হাসিও বেশ উপভোগ্য
চাঁদের আলোয় জন্ম নেয় এক উজ্জ্বল রাত
প্রাণচঞ্চল সজীব রাত
রাত কালো কিন্তু ধীর স্থির আত্মবিশ্বাসে ভরপুর
তার ছোট্ট ছোট্ট খুশিগুলো লুকিয়ে খেলা করে
তারই মাঝেই কি কেউ লুকিয়ে
নামহীন, অজানা, সম্পূর্ণ অপরিচিত কেউ।।