চেয়েছি শুধু একটু স্পর্শের অনুভূতি
চাইনি পৃথিবী ভরা ভালোবাসা।
এক প্রতিচ্ছবি, মলিন, ঘোলাটে শতাব্দী পুরনো,
রেখেছি সযত্নে বুকের মাঝে।
আমার বুনানো স্বপ্নের জালে এখনও অধরা
তোমার ভালবাসা।
আমার স্বপ্নের ঘুড়ি,
মধ্য আকাশে দিশাহীন
পারবে না তুমি দিশা দেখাতে?
পারবে না ওড়াতে তোমার মনের আকাশে?
অন্তরের অন্তরালের সুপ্ত আশার আগুন
ধিকধিক করে জ্বলছে প্রতিনিয়তই
ভেবে নাও তুমি,
কিভাবে বুঝাবে সে আগুন
জলের ছিটেয় না ভালবাসার রসে?
চাইনি দু হাত ভরে ধনসম্পদ আর ঐশ্বর্য
চেয়েছি শুধু অল্প একটু বাতাস
ভালবাসার রসে ভেজা বাতাস
প্রাণভরে শ্বাস নেবো বলে
ভেবে দেখো!!
অপেক্ষায় আছি।
আবৃত্তি ::সোহাগ বিশ্বাস জোজো