ছোট্ট ছোট্ট কদমে এগিয়েছি
এখনও বাকি কিছু পথ
সামনের চলার পথ অদৃশ্য
তবুও, চলার অবৈধ পাগলামি।
ক্লান্ত পথিক মুহুর্তের কোলাহলে
নির্জনতার দোর আটকে একাকী
ব্যাকুল পরাণে দেখবে বলে
নিয়তির ভাঙা-গড়ার খেলা।
শনশন বাতাসের ঝড় গভীরে
গহনে অতৃপ্তির কল্পিত পাহাড়
যাযাবরের ইতিকথা স্মৃতির মাঝে
তবুও প্রয়াস অন্তমিলের আশে।
পৌষের বাতাসে শীতলতার অনুভূতি
ছোট্ট উঠোনে অনাদরে পড়ে
জ্যোৎস্না স্নাত অনন্ত দিগন্ত
শুষে নিয়ে পরাজয়ের বেদনাটুকু।