১।
রাজত্ব কায়েম সর্বত্র
ভালোবাসার কেন্দ্রবিন্দু থেকে
ঘৃণার পরিধি পর্যন্ত
পছন্দের লোকগুলোর হৃদয় থেকে
অপছন্দের লোকগুলোর মস্তিস্কে পর্যন্ত।

২।
তপ্ত বালুকণা মাড়িয়ে ক্লান্ত পথিক অতিক্রান্ত করেছে অনেকখানি পথ একাকী।
মুহূর্তে ধূলিসাৎ হয়ে যায় জীবনের সব চাওয়া-পাওয়া,
যখন একান্তই আপন কেউ জানতে চাই আগমনের কারণ।