১।
যদি মনে রাখতে চাও,
পুরানো মিষ্টিমধুর স্মৃতি আমি
আর যদি ভুলেই যেতে চাও
তবে দেরাজে রাখা ধুলোমাখা উপন্যাসের কাহিনী।

২।
জীবনের কথাগুলো
ঠিক যেন ঝরে পড়া পাতার মত,
ছোট্ট ছোট্ট অনেক অপূর্ণ ইচ্ছেই
বঞ্চিত পৃথিবীর আলো থেকে।
আর জীবনের অপূর্ণ প্রচেষ্টাগুলো
এখনও বাঁধা অনাদরের কালো মোড়কে।