1।
রুষ্ট স্বপন
পাশে শুধু নিরূপণ
চলার পথ অতি মসৃণ
কিন্তু সর্বত্র বিছানো
ছোট্ট ছোট্ট বিষাক্ত ক্ষণ।

2।
তত্-পর চিতার লেলিহানে
অনল সমাধিস্থ একরত্তি সতী
জনকের দু-চোখে প্লাবন
মত্ত একদল ঢোল করতলে
প্রহরী কি এখনও ঘুমিয়ে?
কেন খুলছে না স্বর্গের দ্বার!!