1।
সুবিস্তৃত সুবিশাল ধরণীর
অগুনিত অণু পরমাণুর মাঝে
নিতান্তই ছোট্ট নগণ্য কণা আমি
নিরন্তর যুদ্ধে লিপ্ত বাঁচার তাগিদে।

2।
সেই ছোট্ট বেলা থেকেই
শুনেছি বিজ্ঞদের মুখে
মৃত্যু-প্রাপ্তি নাকি অতি সহজ।
ইচ্ছামৃত্যুর আশা রাখা
হয়তো সহজ ভাষায় সহজ
কিন্তু স্বেচ্ছায় মৃত্যুবরণ দরুন
মোটা পুরু কলিজা অতি আবশ্যক।