১। মানবতাবাদী
নিজের জন্যে কিছু ভাল কাজ
পরিবারে পরিবর্তনের আবহ তোলে
কিন্তু অন্যের জন্য উত্তম কাজ
ধীরে ধীরে সমাজে পরিবর্তনের ঝড় তোলে।।
২। বিরহ
দোহায় তোমায় দেখোনা
এমন ভালবাসার সুনজরে
চেয়ে দেখ চোখের কোণে জমেছে
অল্প অল্প মোতি বিম্ব
চলেই তো যাবে কিছুক্ষণে, সহাস্যে হাত নেড়ে
পারবো না প্রতিরোধ করতে বিরহের অকাল বর্ষণ
ভেঙে যাবে অসহায় হৃদয়ের ধৈর্যের বাঁধ।।