সব কিছুই ভালো লাগে
যদি জীবনের চাকা ঠিক মত চলে।
মহাপ্রস্থানের অনন্ত পথে
বাধা প্রতি পদে পদে
জীবনের অপ্রিয় কার্যাবলী,
নীরবে হিসেব রেখেছে
প্রতিটি পদধ্বনির।
রংচটে পুরোনো হিসেব
স্থায়ীভাবে লেখা আছে
সবই দেনার খাতায়
একদিন নিশ্চিত পূর্ণতা পাবে
সল্পায়ু নিয়তি।
দপ করে নিভে যায়
অন্তিম মোমবাতিটি
অন্ধকারময় ঘরজুড়ে দাপিয়ে বেড়ায়
পরিকল্পনাহীন আগামী।
কার্নিশের ঘুলঘুলি দিয়ে
একটুকরো চাঁদের আলো
ঢুকেছে ছিঁচকে চোরের মত
বেড়িয়ে আসে রাতের অহং
নিরাপদ ঝুলি ছেড়ে,
জোনাকির মিটিমিটি হাসি
মুখ উপচে গড়াগড়ি খায়।
নিয়তির অন্তিম রায়দান
এখনও সামনে আসতে ঢের দেরি
ইতিমধ্যেই পাতা কুড়ানির অভিশাপে
বনে লেগেছে বিধ্বংসী আগুন।