অনেক দিন পর
জেগেছি আজ সূর্যের আগে
মনে পরে না শেষ কবে জেগেছি ।
অনেক দিন পর
প্রফুল্লিত আজি কোমল হৃদয়
সকালের ঠাণ্ডা ঠাণ্ডা শিরশিরে মৃদু বাতাস
ছুঁয়ে যায় মনের কানন অঙ্গন।
অনেক দিন পর
মন আজ বোঝহীন
সব কিছুই কেমন যেন
নতুন নতুন লাগে।
অনেক দিন পর
সুপ্ত মন দরিয়াতে
জ্বলে ওঠেছে আশার আলো
ইচ্ছে করে বিহঙ্গের মত
ডানা মেলে উড়তে মুক্ত গগনে।
অনেক দিন পর
পুরনো অ্যালবামের পাতাগুলো
উল্টে পাল্টে দেখে নতুন
রঙে সাজাতে ইচ্ছে নতুন করে।
অনেক দিন পর
খুঁজে পায় নিজেকে নতুন করে
আরশির মাঝে হারিয়ে যাওয়া আমি
কেমন যেন মিটি মিটি হাসে ।
অনেক দিন পরে......।