সন্দিগ্ধ রজনীর অনিঃশেষ সময়ে
নগরের উগ্র উন্মাদনা আর কোলাহল
ঘন পারদের মতো অন্ধকারে নিমজ্জিত।
শুষে নিয়ে রজনীর অমানিশার হৃদ-আর্দ্রতা
রয়ে গেছে স্যাঁতা পড়া স্মৃতির অনুভব,
আর কতো দিন অসূর্যম্পশ্যা রবে, মন আঙিনা?
শ্যাওলা জমেছে হিমায়িত চোখে
সামনে আরও এক গৃহযুদ্ধের অশনি সংকেত
ভোরের প্রথম আলোয় কি লেখা হবে রক্তাক্ত ইতিহাস?
আখার আগুনে বাসনার হাত রুটি সেঁকার দিন
ভেসে গেছে বিস্বাদের নয়ন জলে,
নিরুদ্দেশ ভালোবাসার বাদল মনের সুনীল আকাশে
পেয়েছি শুধু এক ছোট্ট উপহার, ধূ-ধূ মরুভূমি।
মধুমাসে আঁধার ঘনায় সারা উপবনে
বেদনার ডালি হাতে একাকী বালুচরে
আজও খোঁজে উঁচু নদী-তীর
আর রঙিন স্বপন যাতনার রাত পোহায়।