বসে আছি একাকী নির্জনে নিভৃতে
চেয়ে আছি সুদূর নীল আকাশ পানে
কেটে যায় কিছু প্রহর
কিছু কথা ভিড় করে চুপি চুপি
ফিসফিসে বলে কানে কানে
অজানা বাতাস কাছে এসে মাঝে মাঝে
কিছু বলার অপেক্ষায় থাকে
হয়তো আলাপ করতে চায়
করুক না,
হয়তো বন্ধুত্বের হাতখানি এগিয়ে দিতে চায়
দিক না
হয়তো খেলতে চায় সেই ছোট্ট বেলার ছোটাছুটির খেলা
খেলবো আপত্তি নেই
হয়তো স্পর্শ পেতে চায়, অলীক স্বপ্নের মত
তাতে দোষ কি
হয়তো হারিয়ে যেতে চায় দু হাত মেলে
মুক্ত আকাশের নীচে
ক্ষতি কি?