নির্ঘুম কেটেছে কতই না রজনী
আর কত অপেক্ষা,
কুয়াশার আবছা ঘন অন্ধকার মনের গহীনে
রাতের ঘুমকে তাড়া করে অবিরাম
ঘুমহীন দু'টি চোখের পাতায় শুধু অদেখা স্বপ্ন।
 
সারাটিরাত জেগে, এক অদ্ভুত আবেশে
ডুবেছি সীমাহীন প্রেমের অসীম সাগরে
হাতছানির কাতর আবেদন অপ্সরাদের
শুধু একটিবার জোছোনার আলোয় সিক্ত হতে।

হৃদয়কে স্পর্শ করে হেয়ালির বিষন্নতা
মেঠপথ ধরে চলেছি একাকী
পৃথিবীর রিক্ত অজানার খোঁজে
অনেক রাত পর্যন্ত জেগেছি আশা নিয়ে
কিন্তু বেদনার সুরে শুধু সঙ্গীতের মুর্ছনা,
আঁখি পাতায় অশ্রু ঝরে 
যেন অনাদরে ঝরে পড়া ঝর্ণা।

ত্রস্ত মন, ভয় করে
নীরবে দু'পা ফেলে এগোব কিনা
অনন্তকাল প্রতিক্ষায়, বসে সাগর পাড়ে
সম্মুখের মোহনায় খেলা করে
ঝরে পড়া পূর্ণ সজীব চাঁদের আলো।