উৎসবের মধ্যরাতে শুনতে পায়
গভীর ষড়যন্ত্রের ফিসফিসে আর্তনাদ
ছড়িয়ে ছিটিয়ে থাকা রহস্যে ভরা দ্বীপ
বিষাক্ত সাপের হিস হিস গায়ে কাঁটা দেয়
জীবন নিয়ে ছিনিমিনি খেলার শেষ সুযোগও
নিমজ্জিত হয় লেনদেনের মোড়কে।
লক্ষ লক্ষ তারার মাঝে
কান্নার উৎস খোঁজে একাকী সন্ধ্যা তারা
অভিমানী মেঘের চাদরে যতনে রাখা
বিবাগী হৃদয়ের রক্ত করবীর ঝর্ণা।
অকাল মেঘ বর্ষণ মনের অজান্তেই,
অকূল সমুদ্রে দিকভ্রান্ত একাকী নাবিক
নীরব অনুরাগের দ্বীপ।
এক পশলা শুষ্ক বৃষ্টিতে ভিজে
ব্যথার অনুভব হৃদয় কাননে
বৃষ্টির ঝাপটায় মুছে যায়
নুড়ি পাথরের সাদা পাতায় সাজানো স্বপ্ন।
অশ্রু শিশির শুকে যায় প্রভাতের সোনালী রোদ্দুরে
বেদনার ইতিহাস তরঙ্গ তোলে
বলিষ্ঠ হাতে অনুভবের সামান্য অনুভূতি
সুপ্রভাতে নাড়া দেয় অনেক অচেনা সংকেত।
পূর্ণিমার চাঁদ আর খিলখিলিয়ে হাসে না।