চোখে চোখ রেখে ক্ষণিকের অন্তরালে
এক ঝিলিক রহস্যেভরা বক্র হাসি হেসে
চুপি চুপি ইংগিতে কি জানি কি বলে
নিমিষে অদৃশ্য হয়ে গেল পাশের গলিতে।
পড়েছি তার চোখের ভাষা অক্ষরে অক্ষরে
লেখা ছিল সেগুলো তার লাবণ্যে ভরা চেহারার ছত্রে ছত্রে
খুশিতে আত্মহারা মন তুলেছে জোয়ার হৃদয়ের মরা গাঙে
রূপকথার উপন্যাসে অঙ্কুরিত হয়েছে প্রাণের সঞ্চার।
নিজের পছন্দের রঙের ছবি আঁকবো বলে
সেই কবে থেকেই দাঁড়িয়ে খালি ক্যানভাসের সামনে
আনমনে তুলিখানি এঁকে চলেছে
কি যেন সব হিজিবিজি আঁকিবুঁকি।
বিদ্রোহে সামিল আজি চিরপরিচিত হাতখানি
আর বিদ্রোহে অগ্রনী বর্ষীয়ান বিশ্বস্ত তুলিখানি
মনের প্রি়পাত্র রঙের ছোয়া বিহীন তুলি তবুও
ছবিগুলি সুনিপুণে সেজেছে কারও বাসনার রঙে
চেয়ে দেখি দিগন্তবিস্তৃত শুধুই অচেনা রঙের ছবির মেলা।