অদৃশ্য শরীর হারাচ্ছে শীতলতা
বিদায় ঘণ্টা বেজেছে নীরবে
বাধার বেড়াজালে হাঁসফাঁস প্রাণ
নীরবতা সুখের আবেশে দাঁড়িয়ে
অন্ধকার রাতে আলোয় বন্যা
নীল আকাশে বাহারি রূপ
স্বর্ণালী ভোরের স্নিগ্ধ আলোয়
খুঁজে পায় উদারতার দিন
শীতার্ত কুয়াশা এখন অতীত
নজরে এখন উজালার হাতছানি
বাসন্তী শাড়িতে লাল টিপ
বুকের গভীরে বসন্তের আগমন
হিল্লোল তুলে দাঁড়িয়ে একাকী
চিরযৌবনের রঙে নবরূপে ঋতুরাজ।
* বাংলা-কবিতা ডট কম থেকে অন্যায় ভাবে কবিতা চুরি করে ফেসবুকে পোস্ট করলে তৎক্ষণাৎ ধরা পড়বে।