এই তো, গত নববর্ষেও শরীরখানি ছিল চাকচিক্যে ভরপুর
মনের মাঝে বয়ে চলেছিল চিরবসন্তের অফুরান দোলা
আজি পুনর্বার ফিরে এলো সেই নববর্ষ নব উল্লাসে
নতুন করে খুশির দোলা দিকে দিকে
আকাশজুড়ে কালো মেঘের মেলা
পাল তুলে কাল বাদলের সহর্ষে বিচরণ
মুকুলের ভারে নুয়ে পড়া আম্রকুঞ্জ
আসন্ন কালবৈশাখীর আগমনে তটস্থ শালিক জোড়া
কিছুই তো বদলায়নি,
পুরানো দিনগুলি যেন ফিরে এসেছে নবরূপে।
আনন্দের স্রোতে মগ্ন ধরিনী যেন পেখম মেলে
শোভাকিত করেছে সমগ্র জগত জুড়ে
তবুও এ শুভক্ষণে বিষণ্ন কেন এ মন?
কেন মনের মাঝে আরোও এক কালবৈশাখীর আলোড়ন?
কেমন যেন কালসিটের ছোঁয়া লেগেছে শরীরের চাকচিক্যে
তবে কি বার্ধক্যের ঋতুকাল আসন্ন মনের কোণে?