যতনে তোলা আধফালা স্বপ্ন
কিছু কল্পিত, কিছু অকল্পিত
দরজার ওপাশের নিরীহ বাতাস
অকারণে দোলা দেয় কোমল মনে।
অল্প স্বল্প চাওয়া পাওয়ার ইচ্ছা,
উপমায় দেখা মেলে অদৃশ্য মনিহার
অপার বাসনা ফল শূন্যতাই পরিপূর্ণ
নগদ প্রাপ্তির ভাড়ার শুধুই শূন্য।
গিটারের তারগুলো ক্রমাগত
জুড়তে জুড়তে মন আজ অবসন্ন।
প্রতিটি তারের মেরামতির শেষেই
শিয়রে হাজির নতুন বিপত্তি
আর কত ধৈৰ্যের পরীক্ষা নেবে নিয়তি।।