যখনই স্বীকার করি "কান্না-ই" আমার নিয়তি
ঠিক তখনই জীবনে এসেছে নতুন রঙ
হাঁসতে-হাসাতে, বিশ্বাস করতে-করাতে,
অজান্তেই আরও একবার খুশিতে,
বেশ কয়েকগুণ প্রসারিত হয়েছে ঠোঁটের কোণ।
যখনই প্রাণখুলে হাসতে চেয়েছে মন
দুঃখ তখনই একত্রিত করে সমগোত্রীয় ভিড়
কানে বাজে শুধু ক্ষীণ আর্তনাদ আর আর্তনাদ।
কি যে করি, কিছুই বুঝি না!
তবে কান্না পেলে কি হাসি?
না হাসি পেলে কান্না করি রুদালির মত?
এভাবেই লুকোচুরির খেলায় মত্ত জীবন
আর আমি জেনে-শুনেও বারবার জড়াচ্ছি
নিত্য নতুন অভিনব ফাঁদে।
ভাবতে বেশ অবাকই লাগে
কেমনে করি সেই পুরনো ভুলেরই পুনরাবৃত্তি?