আজগুবি চিন্তার আড়ালে
হঠাৎ শখ জেগেছিল মনে
বিহঙ্গের মত উড়ে যাব প্রান্তরে,প্রান্তরে
সভ্য দুনিয়ার কোণে কোণে
দেখবো স্বচক্ষে জনজীবনের প্রাত্যাহিকতা
হাসি আনন্দ, সমস্যা, সংকট -সম্ভাবনা
সময়ের সাথে সাথে দৃষ্টিভঙ্গির পরিবর্তন ।
শেষ দৌড়ে জিতব কিনা এখনও নিশ্চিত না।।