খোদিত হয়েছে কঙ্কালসার মনে
এক অনাস্বাদিত কাব্য কথা।
এক অদ্ভুত সকাল, নিরিবিলি-শান্ত
কেন স্তব্ধ পাখীদের কোলাহল?
সাড়া জাগানো প্রভাতী গানে
মুক্তির অনাবিল আবেশ
যদিও ক্ষণিকের অনুভূতিতে তৃপ্তির লেশ
তবুও বাঁচতে ইচ্ছে করে সুতীব্র আশ্লেষে।
শুভ্র চোখে,কুয়াশায় ঢাকা নিঝুম রাতের ঘুম,
ঘুরে ঘুরে দিশেহারা মেঘ-শিশুদের দেশে,
বোকা বোকা চোখে
এখনও স্বপ্ন-সাগরের হাতছানি
উদাস আঙুল নির্লিপ্ত নিষিদ্ধ স্পর্শের ডাকে,
শুকনো মনে ছেয়ে কালো অন্ধকার
মিহিন কাচের তলে স্পর্শকাতর বাতাস ছটপট করে।
কর্কশ চিবুকে এখনও লেপ্টে পতিতার বাসি ছোঁয়া
প্রিয়তমা! বড্ড দেরি করে ফেলেছ তুমি
আর এসো না কাছাকাছি, অপবিত্র আমি
ভুল করেও পান করো না আর নীল সুধা।