নীরবে ছুঁয়ে যায় স্রষ্টাচার
ইতিহাসের প্রাচীন দিকগুলো নির্বাক
আকাশ ছুঁয়ে দেখার উদ্যমহীন প্রয়াস
ভ্রান্তি ভেঙে চুরমার শব্দের মায়াজাল
নাভিমূলে হারিয়েছে অকালের অনেক অঙ্কুর
লম্বা কেশের আড়ালে লুকিয়ে যুদ্ধের হাতছানি
খেয়ালি দিনে সিঁদুরে মেঘের গর্জন
নির্বাক চাঁদ, সূর্য-পৃথিবীর খেলার গ্রাসে
স্বতন্ত্র সকাল যুদ্ধে লিপ্ত দাবার চালে
কাপুরুষ লাল বাত্তির দিশাহীন আর্তনাদ।

কালের স্খলনে জেগে ওঠে
এক নিরুপমার বিষদাঁত
পূর্ণজন্মে প্রতিশোধের অনলে বিদগ্ধ
ঠিকরে বেরিয়ে আসে যাতনার হাসি
এখনও আস্ত উপন্যাসের সমাপ্তি দূরে
মরণের মাঝে জেগে ওঠে বাঁচার রসদ
কুপিত হ্লাদিনিশক্তি সঞ্চারিত ধীরে ধীরে
নিরুপমার ত্রিবিধ রূপে ভয়ভীতি অসুর
নারীশক্তির কর্তিত মহিমা ফিরেছে স্বমহিমায়।

কিছুক্ষণ আগেই
নিধন পর্বের সমাপ্তির ঘোষণাটি শেষ হয়েছে।