এলোমেলো কিছু কথা, এলোমেলো কিছু ব্যথা
এলোমেলো কিছু আশা, এলোমেলো কিছু নিরাশা
সেগুলো শুধু এলোমেলোই থেকে যায় ।
বেজে গেছে মধ্যরাত্রির ঘন্টা কিছু আগে
নিস্তব্ধ রাত্রি, সকলে আছন্ন গভীর ঘুমে
এখন শুধু্ ঝিঁঝি পোকাদের ডাক কানে বাজে
আর হয়তো জেগে অশুভ পিশাচের দল
উল্লাসে মত্ত নিঝুম রাতের গহীন আঁধারে।
চারিপাশে শুধুই নিরাশার আঁধার আর আঁধার
ঝিঁঝিঁ পোকার ডাকের চেনা শব্দের সুরের
হাত ধরে চলছি অচেনা নির্জন পথে
কালো বিদঘুটে অন্ধকারের বুক চিরে।
ঘোর অমাবস্যা গ্রস্ত রাতের গহীন আঁধারে
ভগ্ন মনে সারাটি রাত জুড়ে
নিষ্প্রভ প্রদীপ হাতে হাতড়ে বেড়ায়
একটু আলো শুধু একটু আলো।
রাতজাগা ক্লান্ত মন এখনোও দাঁড়িয়ে
একাকী নির্জন পথের কোনও এক ধারে
কিছু আশার আলো অপেক্ষায়
যদি ভুলে কোনও দৌড়বীর মশাল হাতে
এগিয়ে আসে গুটি গুটি পায়ে।
ভোরের প্রথম আলোয় হোঁচট খেয়ে হতবাক মন
শুধু ছোট্ট এক সান্ত্বনা দেয়
"সাবধানে পথ চলা কি কাম্য নয়"
কিছু পরেই পূবের আকাশে হেসে উঠবে দিবাকর।