রক্তাত্ব হয়েছিল অনেক কিছুই,
অস্তিত্বও!
মরুভূমির বুক চিরে জলধারার খোঁজ পায়নি।
অতৃপ্ত আশা, এখন ক্ষীণস্রোতা
রাতের ধ্রুবতারারও মনে হয়তো প্রশ্ন জাগে
কোথায় জলধারা?
মরীচিকার ঘর দুর অজানে
অন্ধকারের নাগপাশে ঘেরা।
দৃষ্টি ভ্রম না অলীক কল্পনা
সামনে দেখা যায় একটা আস্ত মৃত পৃথিবী
বালুঝড় শেষে ছন্নছাড়া কারুকার্যের ভিড় যত্রতত্র
শব্দের মরীচিকা ছড়িয়ে ছিটিয়ে
মরুভূমির প্রান্তরে প্রান্তরে ।
ইশারা ইশারায় স্বপ্নময় কালো মেঘের দেখা
বিলাসিতা ছাড়া আর কিছুই না
দিনের শেষে কালো রাত যেন সুপ্ত বিভীষিকা
আগুন জ্বালিয়ে একদল বেদুঈন নৃত্য করে
কটিমের তালে তালে।
মায়াবী রাত প্রায় শেষের দিকে
এখনও জেগে আছি
জ্বলন্ত মরীচিকা দেখবো বলে!
অন্তত: একটিবারের জন্য।

** কাটিম এক ধরনের বাদ্য যন্ত্র।