এক পশলা বৃষ্টিতে সীমাহীন শূন্যতা
মনে মনে ভাবি একটু বাড়াবাড়িই হয়ে গেল!!
উপচে পড়া নর্দমার বিষাক্ত বর্জ্যগুলো
গোগ্রাসে গিলে ফেলে শহর-মন্থনের বিষ
হিংসে হয়, বক্র হাসিতে!
শূন্যতাই পরিপূর্ণ মনের ভেতরে এত ঈর্ষা
এর আগে কখনোই অনুভব করিনি,
নিত্য নতুন জ্যামে হাঁসফাঁস প্রাণ,
ঘুপচি ঘরে বাতাসের বড় অভাব
আবেগের বশে একদিন,
আস্ত একটা বাতাস মেশিন কিনেছি
অল্প-অল্প বিশুদ্ধ শ্বাস নেব বলে।
কার্নিশে ঝোলানো প্রতিবেশীর নতুন রোদ মেশিন
আড় চোখে রোজই দেখি।
পাই পাই জমানো টাকা ঢেলেছি
ডাক্তার-রুপী ভগবানের চরণে,
তিল তিল করে মরেছে অনেক ছোট্টছোট্ট আশা
ক্রমাগত শব্দ-দূষণে ক্লান্ত মন
এত ভিড় তবুও
ইঁদুর দৌড়ে সকলেই ছুটছে শহরমুখী।
https://mwasiq.blogspot.com/2018/10/blog-post_24.html