আবিষ্কার-মাত্রেই অন্তহীত সুখের অংশ
মানব চরিত্রের দোষগুলি
সদা লুকিয়ে ঝোপঝাড়ের ভেতরে
মৃদু পায়ের শব্দেও দৌড়ে যায় তীব্রবেগে
যার সহজে নাগাল পাওয়া অসম্ভব।
দুর্লভতা এক খাঁটি মোহ,
তার শিকড় গভীর পর্যন্ত বিস্তীত
সকলের জ্ঞাত সাত সমুদ্রের জল নুনে পরিপূর্ণ
কিন্তু এ কথা বলার সাহস বা আছে কজনের,
সমুদ্রের জল নোনায় বা কেন?
মিষ্টি হলে কি ক্ষতি ছিল?
পৃথিবীর প্রাচীন অভ্যাস পরনিন্দা
সমাজের কণায় কণায় মিলেমিশে একাকার
যেমনটি সমুদ্রের বুকের নোনা জল
না থাকলেই যেন অনর্থ ।
অনুভব অদৃশ্য সত্য,সহজেই করা যায় বিশ্বাস
যা পুরাতন তাই বিশ্বাসের যোগ্য
যার নিন্দা নেই,তার জীবনের গৌরবই বা কী?
নিন্দার ফোসকা মিষ্টি মধুর, জ্বালাহীন
সম্পূর্ণ ব্যথাহীন, নিমিষেই হয় অদৃশ্য।।