হারিয়ে গেছে অনেক আমি
কুয়াশার গহীন কালো আঁধারে
প্রয়োজন শুধু একমুঠো আলোর
পরিচিতদের পূর্ণরূপে জানাতে।
আশেপাশে চেনা অচেনার ভীড়
অর্ধপূর্ণ জীবন আর ঘোলাটে দুপুর
অনাদরে পড়ে পথের কিনারে
মাঝে কিছু সম্পর্কের বাস্তবতা।
স্তব্ধ আমি, চোখে আকাশ ভরা শ্রাবণ
স্নিগ্ধ ভোরের আকাশে সূর্যের আড়ালে
নিত্য আশ্রয় নেয় তারাদের দল
ক্ষণিকে হারিয়ে যায় রঙবেরঙের সুখ।
ক্লান্ত দিনের শেষে অভিমানী মন,
উদ্দেশহীন ঘোরে গলির আনাচে কানাচে
আজ শীত বেশ জাঁকিয়েই পড়েছে
মনের কোণ ততই শীতল
স্পর্শ করেনি সূর্যের আলোও।
কুসুম-বিছানো পথ পড়ে অনাদরে
যদিও মন একটিবার স্পর্শ করে ভুলে
বাস্তবের ডাইরিতে লেখা মনের ঠিকানা
এখনও হয়ে ওঠেনি দেখা
উলট-পালটের সময়ের বড়ই অভাব।