অজান্তেই এক সূক্ষ্ম ছেদ মন অলিন্দে
সে পথে আনাগোনা অতন্দ্র ভীরু অতীতের।
পর্দার অন্তরালের কল্পনায় প্রায়ই
এক মৃত-মানবী নীরবে হেঁটে যায়।।
বিষের ধোঁয়ায় ঢাকা মনের ইন্দ্রজাল
আবহাওয়ায় যেন লুকিয়ে বিষের গন্ধ
আর অধরা মহা-মুল্যবান সূত্রগুলি
ধীরে ধীরে খোলস ছেড়ে বেরোনোর চেষ্টায়
সামনেই বসে সেই পুরনো সত্যকাম
হেলান দিয়ে বসে অাছে,
যেন একটা নিরেট পাথর ।।
মরচে এখনও পড়েনি রূপে
কিন্ত শরীরী হিল্লোলের ঝড় স্তিমিত
চোখের ভ্রম হোক বা মনের
কল্পনাকে বাস্তবের রুপোলি পর্দায়
ফুটিয়ে তোলা হয় নিখুঁতভাবে,
আর মধ্যযুগীয় কায়দায় প্রশংসা কুড়োনোর
নিখুঁত অভিনয়ের দক্ষতা এখনও অটল।