ঘটনা চক্রে আলাপ হয়েছিল বহু আগেই
মুখভর্তি কাঁচাপাকা দাঁড়িওয়ালা লোকটির সাথে
আমতা আমতা করেই জানতে চেয়েছিলাম
হাসির কারণ আর মুখমন্ডলে প্রশান্তির উৎস!!
চোখে চোখ রেখে মুচকি হেসে,
এক ছোট্ট অনুরোধ করেছিল
জীবনকে একটু চিনতে আর একটু জানতে
খুবই সাধারণ ছিল কথাগুলো
কিন্তু অনায়াসেই দাগ কেটেছিল মনের গহীনে।
চাপা কৌতুহল ছিল সবসময়ই
জীবনকে সঠিকভাবে চিনতে ও জানতে
বয়স বৃদ্ধি হয়েছে যথারীতি, সাথী লাগামহীন চিন্তাধারা
ততই বেড়েছে জীবনে বৈরিতার ঝাঁজ
মনের সীমান্ত রেখায় সংঘর্ষবিরতির সম্ভব হয়নি
মনে হয় জীবন এক খেয়ালখোলা নির্ভেজাল পাগলামি
চুলোচুলি করতে করতেই
একদিন পানসে লাগে জীবনের সব রস
শত্রুতায় শুকিয়ে যাওয়া বিষবৃক্ষটিও নেতিয়ে পড়ে
ভাবতে আশ্চর্য লাগে এত কলহপ্রীতির কারণ কি?
কেন মনের দুপারে বৈরিতার বিরাজ যুগে-যুগে।