ঝলমলে রোদ্দুরে স্নাত দিনের শেষে
ঘনিয়ে আসে গহীন অন্ধকার
জন্ম নেয় নিরাশাময় রাতের প্রহর।
খুশির ঝিলিকের মাঝে হঠাৎ করে
জন্ম নেয় আরও এক তমস
মনের গহীনে।
রাতের প্রহরের অবসান ঘটে
সকালের নবারুণের হলদে আভার ছোঁয়ায়
কিন্তু মনের কোণের নিকষ কালোর অভিশাপ
কি জানি কবে দূর হবে
কখন ফুটবে নতুন আলো মনের দিগন্তে।