তারায় ভরা মায়াবী আকাশটা
কেমন যেন অশ্রু বিগলিত পাষাণ!
তার লাজুক চাহনি তলের শীতল বাতাস
মরা নদীর তটের মতো প্রহর গুণে।
স্বপ্ন ছোঁয়ার খুব কাছাকাছি দাঁড়িয়ে আছি
লক্ষ্যভেদী অর্জুনের মতো
ভাবছি একটা রক্ত গোলাপ
দিয়ে যাবো শেষ উপহার স্বরূপ।
নতুন কৌশলে তালুবন্দি করার ছলে
সায়াহ্নে প্রদীপ জ্বালিয়ে মহামানবীকে খুঁজি
চারদিকে নিদারুন নীরবতা
যেন রাতের ঝড়ের শেষে স্নিগ্ধ সকাল।
নিঃসঙ্গ পথচলার পদশব্দের পাশে
জীবনের অস্তিস্ত্ব খুঁজতে থাকি
হটাৎ যদি দেখা মেলে কলের গানের কলিতে,
বা রাতের ঝিঁ ঝিঁ পোকার সুরে।
ইচ্ছে করে নরম সন্ধ্যার উষ্ণ গালে
শীতলতার চুমুতে নিষিদ্ধের পেলব এঁকে দিই
ঝিমুনি ধরা শীতের সকালের ধোঁয়াশা
আর আলিস্যি ভেজা পিয়ালী হাসি
ক্রমাগত হাই তুলে তুলে ক্লান্ত।
যত্রতত্র জমে উঠেছে অবঞ্চিতের ঢের
অন্ততঃ একটা আলপিনে গেঁথে দিই
মনের সব আবর্জনা।।