এক সমুদ্র অভিমান জমে
অবুঝ হৃদয়ের গহীন বালুচরে
মন খারাপের দিনগুলোতে কেন
চাঁদের ছায়া নেমে আসে?
শিউলি ফোটা ভোরের আকাশ
দেখবো বলে জেগেছি সারাটিরাত
ইচ্ছের ঘুড়িটা অবাধ্য হয়েছে, সেই কবেই
অযথা রংবেরঙের স্বপ্নের পিছু ছোটে,
স্মৃতির মলাটে পুরোনো মিষ্টি সুবাস
কল্পনায় গল্পেরা লুকোচুরি খেলে
তবুও রিক্ত হাতে ফেরে বেখেয়ালি বাতাস।
এখনও নির্ঘুম জীবনের বহু পথ চলা বাকি
বাড়ছে পৃথিবীর বয়স হুহু করে
ক্লান্ত সে যুগযুগান্তরের ফেরে
প্রতিক্ষণের আলো আঁধারীর জলছবিতে
পৃথিবীর রঙ যেন ফিকে লাগে
হোঁচট খাওয়ার অভ্যাস যে নেই আর
তবুও কি একদন্ড বিশ্রাম নসিবে নেই?