মন এক অবুঝ কথামালা!
ভিড়ের মহাসমুদ্রে নি:সঙ্গ,
যেন সম্পূর্ণ একা
সাথী শুধু একাকীত্ব আর নির্জনতা
আবার একাকীত্বে মনে হয়
আশপাশ থিকথিক করে ভিড়
বিচিত্র জনের মহা-সমাগমে।
মন এক গোলকধাঁধা
এমনিতে সারাক্ষণ বিড়বিড় করে!
আবার সাথী পেলে নির্বাক-বোবা।
কখনো বা নিরানব্বইয়ের ফেরে
কখনো বা একশোকে হেলায় পা মাড়িয়ে চলে
কখনো বা বিনা কারণে দুঃখের সাগর
কখনো বা কারণ বিনা খুশীতে চঞ্চলা!
মন এক অবুঝ কথামালা!
বড়ই বিচিত্র মনের লীলা।।