হিজিবিজি কত পদচিহ্ন পাথরের গায়ে
সভ্যতার অগুনিত ইতিহাস ফুঁপিয়ে কাঁদে
অমাবস্যার নির্লিপ্ত অন্ধকারে ঘটে যাওয়া
অকাল পরিণতির রক্তক্ষয়ী যুদ্ধ শেষে
ধিকধিক আগুন আর চাপা কান্নার রোল
পরিণাম অকাল সর্বনাশ আর অজস্র স্বপ্নভঙ্গ।
পাহাড় ছুঁয়ে চঞ্চলা ঝরনার ধারা অব্যাহত
প্রাপ্ত তার অকাল যৌবন অলজ্জ অরণ্যে
যুবতী নদী নিঃসঙ্গ পরিপুষ্ট ভরাবর্ষায়
দুকুল ছাপিয়ে যায় তার লজ্জা নাব্যতার অভাবে
প্রত্যাখানে ভেঙে যায় স্মৃতির ঠুনকো কাঁচ।
ঠিকানাহীন ঠিকানাটি খুঁজিই বা কোথায়
ঝোপের আড়ালে লুকিয়ে ধুলোয় ঢাকা জীর্ণ কবর
শতক যোজন দূরে সে ঘরের বাসিন্দা
চোখের সামনে তরতরে এগিয়ে যায় যৌবন
কাল ছিল অতি নিকটে, ভুলবো তারে?
ইচ্ছে করে শুনতে, ইচ্ছে করে জানতে
কিন্তু বন্ধ ফেরার সব রাস্তা আর মহাপ্রস্থানের পথ।।